কবিতা নয়, করণীয়

জাহিদ হোসেন রনজু
---------------------®

করোনাকে হেলা তুমি
করো নাকো ভাই,
পরিষ্কার-পরিচ্ছন্ন
থাকো সর্বদাই।

হাত দুটি ধুয়েমুছে
রাখো সারাক্ষণ,
সাবধানে ছুঁবে কিছু
বাহিরে যখন।

সেকহ্যাণ্ড, আলিঙ্গন
বাদ একেবারে,
ঘেঁষাঘেঁষি, মেশামেশি
দূরে রাখো তারে।

প্রয়োজন নাহি হলে
থাকো নিজ নীড়ে,
অযথা যোয়ো না কেউ
জনতার ভীড়ে।

এড়িয়ে চলো এখন
গণপরিবহন,
পায়ে হেঁটে যাও তুমি
হলে প্রয়োজন।

না হলে সম্ভব সেটা
সাবধানে যাবে,
যথা সম্ভব নিজেকে
ঢেকে ভালভাবে।

বাহিরের কোন কিছু
খেয়ো না এখন,
খেয়ো নাকো ফাস্টফুড
আগের মতন।

ঘরের খাবার খাবে
তবু সাবধানে,
ফ্রিজের ঠাণ্ডা খাবার
জ্বর ডেকে আনে।

ঠাণ্ডা খাবার এখন
খাবে নাকো আর,
জ্বর হতে পারে যদি
খাও এ খাবার।

হাত দিয়ে চোখমুখ
চুলকাবে নাকো,
ব্যাগে, পকেটে সর্বদা
ফ্রেস টিস্যু রাখো।

প্রয়োজনে করো সেই
টিস্যু ব্যবহার,
কারো টিস্যু ব্যবহার
করো না আবার।

বাসার পড়লে কেহ
সাধারণ জ্বরে,
যতই আপন হোক
রাখো ভিন্ন ঘরে।

মাস্ক ও হ্যাণ্ড গ্লভস
করে ব্যবহার,
সাবধানে দূরে থেকে
যত্ন নাও তার।

কাশি, ঠাণ্ডা, গলা ব্যথা
যদি জ্বর থাকে,
হাসপাতালে জলদি
নিয়ে যাও তাকে।

হলে কাহারো করোনা
হোক না আপন,
কারো কাছে তুমি সেটা
করো না গোপন।

গোপন করলে হবে
মারাত্মক ভুল,
না জানার কারণে
ছড়াবে বিপুল।

যদি হয় জ্বর-কাশি
তুমি নিজ থেকে,
চলো সদা সাবধানে
দূরত্বটা রেখে।

করো নাকো হেলাফেলা
সাবধান বাণী,
চলো সবে ভালভাবে
সে সকল মানি।

---------------------------
২১ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা