কবিতা মানে
- জাহিদ হোসেন রনজু।
-------------------------------------------®
কবিতা মানে-
তোমার আমার
জীবনাচার
সুখের স্মৃতি
দু'খের গীতি
ভালবাসার
স্বপ্ন গাঁথা।
কবিতা মানে-
স্নিগ্ধ সকাল
শান্ত বিকাল
অলস দুপুর
সন্ধ্যা মধুর
নিঝুম রাতের
সুপ্ত কথা।
কবিতা মানে-
নদ-নদী
চন্দ্র রবি
পাখ-পাখালি
গাছ-গাছালি
বন পাহাড়ের
মিষ্টি ছবি।
কবিতা মানে-
জ্যোৎস্না আকাশ
দখিণা বাতাস
রৌদ্র কিরণ
ঝড় বরিষণ
ষড় ঋতুর
প্রতিচ্ছবি।
কবিতা মানে-
জুঁই চামেলী
টগর বেলী
শিউলি যুঁথি
গোলাপ বীথি
হেস্নাহেনা
ফুল শতদল।
কবিতা মানে-
বিপ্লবী গান
বজ্র শ্লোগান
রক্ত লেখা
বহ্নি শিখা
মুষ্ঠিবদ্ধ
হাত করতল।
কবিতা মানে-
রক্ত বেচা
ঘামে ভেজা
বিশ্ব গড়া
সর্বহারা
শ্রমজীবির
মনের ব্যথা।
কবিতা মানে-
যুদ্ধ বিনাশী
অসুর নাশি
শোষণ মুক্তি
শান্তি প্রগতি
মানবতার
অমর গাঁথা।
( ২৯.০৭.২০১৬, ঢাকা)