কবিতা হোক আজ

জাহিদ হোসেন রনজু
-------------------------------®

কবিতা হোক আজ মুক্ত পাখির ডানা
সারা বিশ্ব হোক কবিতার ঠিকানা

মানবতা, ন্যায়, সম্প্রীতির শ্লোগানে
কবিতা গড়ুক বন্ধন প্রাণে প্রাণে

যেখানেই হিংসা বিভেদের মতবাদ
কবিতা হোক আজ বলিষ্ঠ প্রতিবাদ

কবিতা হোক আজ নির্ভীক, অকুতোভয়
সত্য প্রকাশে কবিতা হোক চিন্ময়

লিঙ্গ বৈষম্যে, ধর্মের নামে প্রভেদ
কবিতার প্রেমে ঘুচে যাক ভেদাভেদ

কবিতা হোক আজ দীপ্ত সূর্য মশাল
ছারখার হোক পুড়ে শকুন- পিশাচ-জঞ্জাল।

কবিতা হোক আজ ভালবাসার বন্ধন
কবিতার প্রেমে হাসুক বিশ্ব-ভুবন

কবিতা হোক আজ দীপ্ত বহ্নিশিখা
কবিতা হোক জীবনের জয়-টিকা।

-------------------------------
১২ ডিসেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা