কবি
জাহিদ হোসেন রনজু
-----------------------------------------------®
কবি-
শব্দ দিয়ে বাক্য গড়ে লিখছো বসে সবই।
নীলাকাশের মেঘের ভেলা, চন্দ্র তারা রবি,
সকাল দুপুর সন্ধ্যা বিকেল রাত্রি বেলার ছবি।
কবি,
জানা যেন এই ধরণীর রূপ অপরূপ সবই।
ইচ্ছে হলেই রূপ সাগরে ভাসাও বসে ভেলা
করতে পারো ইচ্ছেমত সে রূপ নিয়েই খেলা।
কবি-
মানব মনের যত কথা জানা যেন সবই।
সবার হৃদয় সঙ্গোপনে চুপিটি করে দেখে,
তাদের কথাই তাদের মত যাচ্ছো তুমি এঁকে।
কবি
আকঁছো বসে আপন মনে কল্পনাতে ছবি।
কল্পনারই খেঁয়ায় বসে কাব্য রচো নিতি,
সুখ-দুঃখ ও হাসি-কান্না, প্রকৃতি, প্রেম-প্রীতি।
--------------------------------------------------
৮ অক্টোবর ২০১৮, মিরপুর, ঢাকা