কিছু কষ্ট জমা থাকা ভালো

জাহিদ হোসেন রনজু
---------------------------------®

বুকের ভিতর কষ্ট কিছু জমা থাকা ভাল
সুখের কথা কেউ রাখে না মনে,
নতুন সুখের নদীর স্রোতে সুখের স্মৃতি ফেরার
দুঃখগুলো যায় না নির্বাসনে।

এপার ছেড়ে তরী যদি ওপারেও ঘাট বাধে
কিছু কষ্ট মনে যদি থাকে,
স্রোতের টানে তারই সাথে সুখের স্মৃতিগুলো
ভেসে গেলেও যায় না ভোলা তাকে।

কষ্টগুলো স্মৃতির পাতায় আগুন পোড়া নুড়ি
সুখগুলোতেও কষ্ট দাহন জ্বালায়,
চাই বা না চাই কষ্টগুলো রৌদ্রে পোড়ায় হৃদয়
দাঁড় করিয়ে রাখে সে কাঠগড়ায়।।

কিছু কষ্ট জমাট বাধা আমার বুকের মাঝে
তাই তো তোমায় ভোলা হয়নি আজো,
এমন করে কষ্ট হয়েও আমার সারা বেলায়
চাই যে তুমি হৃদয় মাঝে বাজো।

------------------------------------
৬ নভেম্বর, ২০২২, মিরপুর, ঢাকা