খুকুর ঘোড়া

জাহিদ হোসেন রনজু
--------------------------------------®

টগবগ টগবগ ঘোড়ায় উঠে
খুকুমনি যাচ্ছে ছুটে।

উড়ছে চুল তার হাওয়ার তালে
দুলছে খুকু দুলকি চালে।

যাচ্ছে ছুটে, যাচ্ছে দূরে
যাচ্ছে যেন আকাশ ফুঁড়ে।

'যাচ্ছো কোথায় যাও না বলে'
দেয় না উত্তর, শুধুই চলে।

যাচ্ছে না তো, নড়ছে শুধু
কাঠের ঘোড়ায় দুলছে খুকু।

--------------------------------------
২৮ আগস্ট ২০১৭, মিরপুর, ঢাকা।