ক্ষুদ্রাতি পাষাণ

জাহিদ হোসেন রনজু
------------------------------®

কাঠফাটা রোদ্দুর ; চিলেকোঠায় সব
হাঁসফাঁস যদ্দূর ; তথাপি নীরব

সারাক্ষণ সংশয়; সংকোচিত প্রাণ
যাচে বরাভয়; ত্রাতা ভগবান।

নীরব নিসূদক; সদা ধাবমান
নিঠুর ভয়ানক; ক্ষুদ্রাতি পাষাণ।

---------------------------
৫ জুলাই ২০২০, উত্তরা, ঢাকা