ক্ষওয়া

জাহিদ হোসেন রনজু
--------------------------------®

অচলপ্রায় টাকা; মলিন ও জীর্ণ
কতক জায়গায় অস্পষ্ট, বিদীর্ণ
চালাতে গেলে তাকে দোকানীও ভাবে
পরখ করে দেখে - চালানো কি যাবে?

তারপর থলিতে দোনোমোনো মনে
ফেলেও দেয়া যায় না সেই কারণে
রেখে দেয় - 'চলুক যতদিন চলে'।
এখনো কিছু বাকী যেতে অস্তাচলে।

টাকাটা একদিন এ হাতে, ও হাতে
সমাদরে ঘুরতো আদরের সাথে
পেতে তাকে নিকটে ছিল কাড়াকাড়ি
এখন আর নেই সেই বাড়াবাড়ি।

নেই মূল্যমানও আগের মতন
কালের আবর্তনে অবমূল্যায়ন।
আজকে পুরাতন, প্রায়ই অচল
যে কোন একদিন হবে সে বিকল।

-------------------------------
৫ ডিসেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা