খোকার ইচ্ছে
জাহিদ হোসেন রনজু
-----------------------------
ভাল লাগে না থাকতে শুধুই
কোচিং, স্কুল, বাড়ি,
ভাল লাগে না করতে স্যারের
পড়া কাড়ি কাড়ি।
’তুমি মাগো বলো কেবল
পড়, পড়, পড়,
পড়ালেখা করে তুমি
জীবনটাকে গড়ো।’
কিন্তু মাগো আমার যে খুব
খেলতে ইচ্ছে করে,
ঘুরতে যেতে ইচ্ছে করে
তোমার হাতটি ধরে।
আমার যে মা ইচ্ছে অনেক
মুক্ত মাঠে ঘুরি,
লাটাই হাতে নীলাকাশে
উড়াই রঙিন ঘুড়ি।
মাঝে মাঝে ইচ্ছে করে
নদীর ধারে যেতে,
ইচ্ছে করে যাই যে ছুটে
সবুজ ধানের ক্ষেতে।
পাখপাখালি গাছগাছালি
ভরা গহীন বনে,
সারাটি দিন কাটিয়ে দেই
ইচ্ছে জাগে মনে।
ঐ যে দূরের আকাশ পাড়ের
মেঘের ছোঁয়া পেতে,
ইচ্ছে আমার করে মাগো
লাল পাহাড়ে যেতে।
ইচ্ছে করে সবার সাথে
যাই যে সাগর তীরে,
সাঁতার কাটি লোনা জলে
ঢেউয়ের ভীড়ে ভীড়ে।
ইচ্ছে করে পথের ধারে
যে শিশুটি থাকে,
কেমন করে কাটায় জীবন
শুধাই যেয়ে তাকে।
কেমন করে জীবন চলে
সারাটি দিন খেটে,
কেমন করে বস্তি ঘরে
যাচ্ছে জীবন কেটে।
পড়ার সাথে ইচ্ছে পূরণ
করতে যদি পারি,
দেখো মাগো অনেক কিছুই
শিখবো তাড়াতাড়ি।
এত কিছু করেও মাগো
গড়বো আমার জীবন,
ঠিকই দেখো করবো আমি
সত্যি তোমার স্বপন।
পড়বো আমি নিয়ম করে
যতটুকু পড়ার,
ইচ্ছে আছে পড়বো মাগো
সত্যি মানুষ হবার।
-------------------------
০৯ আগস্ট, ২০১৭, ঢাকা।