খোকা; প্রেক্ষিত দুঃসময়

জাহিদ হোসেন রনজু
----------------------®

ছোট্ট খোকা বলছে ফোনে
তার প্রিয় এক বন্ধুকে-
'দেখ না কেমন বন্দী আছি
চার দেয়ালের সিন্ধুকে।

কারো সাথেই হয় না দেখা
যাওয়া হয় না স্কুলে,
পড়ালেখাও হয় না তেমন
যাচ্ছি যেন সব ভুলে।

খেলাধূলা, ছোটাছুটি
সকল কিছুই বন্ধ আজ,
মোবাইল দিয়ে কোনভাবে
সারছি আমি খেলার কাজ।

মোবাইল নিয়ে আমার সাথে
চলছে কেবলই হইচই,
'গেম খেলে তোর চোখটা যাবে
মোবাইল রেখে পড়্ না বই।'

আগে শুধু সন্ধ্যা রাতে
একাই মা তো বলতো -'পড়্,'
এখন বাবা, মা, বোন মিলে
পড়তে বলে দিনটি ভর।

যতই আমি বলি তাদের
ভাল্ লাগে না বদ্ধ ঘর,
ততই তারা বলে আমায়
বাইরে নাকি মস্ত ডর।

কী ভাবে বল্ কাটাই সময়
বন্ধু তোরাও সব দূরে,
নতুন কোন কাটুন পাই না
টিভির চ্যানেল রোজ ঘুরে।

খুললে টিভি আসে শুধু
খারাপ খবর অগণ্য,
দুষ্টু পোকা করোনা যে
করছে জীবন বিপন্ন।

তোরও বুঝি একই দশা
বন্দী ঘরে এই সময়?
একই রকম লাগছে তোরও
বন্দী জীবন বিষাদময়?

--------------------------
১৮ জুন ২০২০, মিরপুর,ঢাকা