খোকা
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®

খেলনা গাড়ি ভাঙছি বলে
মনে হলো সব গেলো,
বকলে আমায় এমন করে
যেন ঘূর্ণি ঝড় এলো।

মনে হলো আমি যেন
পাড়ার দুষ্টু সেই ছেলে,
তোমার কিছু হই না মাগো
বকে আমায় তাই গেলে।

আমার বন্ধু রানা সে তো
খেলনা ভাঙে রোজ রোজই
রানার মা তো এমন করে
বকে নাকো সয় সবই।

আদর করে বলে শুধু
'ভাঙতে হয় না রোজ এসব,
গড়ার মাঝেই আছে সুখ যে
ভাঙার মধ্যে নেই গরব।'

কিন্তু তুমি বকলে আমায়
করলে বেজায় রাগ ভীষণ,
সেকি তোমার রুদ্র মূর্তি
ভয়েই মরে যাই তখন।

এখন কেন ডাকছো আমায়
'আয়রে সোনা মোর খোকন',
বকার সময় কোথায় ছিল
দরদ ভরা মন এমন?

আমি কি মা বড় খোকা
আমি কি আর সব পারি?
একটু জোরে ছুড়তে যেয়েই
ভেঙে গেল ঐ গাড়ি।

গাড়িটাই তো  ছিল বড়
হালকা পাতলা নড়বড়া,
তাই তো ওটা এমন করে
হয়ে গেলো দু টুকরা।

তুমিই বলো দোষ কি আমার?
বকলে তবু বেশ করে,
এখন কেন ডাকছো মায়ায়
সজল চোখে মন ভরে।

এখন যদি না যাই মা গো
তোমার কাছে এই আমি,
কেমন খারাপ লাগবে তোমার
কেমন পাবে দুখ তুমি?

-----------------------------------®
১০ ডিসেম্বর, ২০১৭, মিরপুর, ঢাকা।