কেউ কেউ কবি নয়, সকলেই কবি
জাহিদ হোসেন রনজু
--------------------------------®
'কেউ কেউ কবি নয়, সকলেই কবি'
কেউ তারা, কেউ চাঁদ, কেউ তাঁরা রবি।
যে-ই লিখেন কবিতা, যেমন লিখুক
কবি তিনি নিশ্চয়ই, যে যাই বলুক।
প্রাণের আবেগ তাঁর মনে দিলে দোলা
লিখে যদি কোন কাব্য হোক আলা-ভোলা
তবুও কবিতা সেটা, তিনিও যে কবি
না হোক রবীন্দ্রনাথ, কবি শ্রেষ্ঠ ছবি।
যে যায় পাঠশালায় তাঁকে ছাত্র বলে
যে করেন শিক্ষকতা তিনি গুরু হলে
তবে যিনি কাব্য লিখে কেন কবি নন?
তিনিও কবি সেটাও সত্য চিরন্তন।
সকলেই হয় নাকো শ্রেষ্ঠ ধরা মাঝে
তবুও সবাই রত নিজ নিজ কাজে।
ভাল কিংবা মন্দ হোক দিয়ে পরিচিতি
উচিত সবার দেয়া কাজের স্বীকৃতি।।
তুমি, আমি বড় কবি, কে করে বিচার
কোনটা কে ভালবাসে বুঝা বড় ভার।
'আগডুম, বাগডুম ঘোড়াডুম সাজে'
মাথামুণ্ডু নেই তবু সব প্রাণে বাজে।
প্রাণের নিখাঁদ সোনা কবির কবিতা
আপন মনন মাঝে সৃষ্টির ছবি তা।
করো না কাউকে হেলা অজানা আগামী
কে কখন বড় হবে জানে অন্তর্যামী।
-----------------------------------
৪ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা