কে প্রথম?
জাহিদ হোসেন রনজু।
------------------------------------------®
জানা নেই প্রথম কে কাকে ভালবেসেছি
কে প্রথম কার কাছে এসেছি।
তুমি?
না আমি?
নাকি সংগোপনে
সেদিন মনে মনে দুজনে
দুজনারে প্রথম ভালবেসেছি।
জানা নেই কে প্রথম কাছে এসেছি।
তবে যে প্রথম ভালবেসে থাকি একদিন
যে প্রথম কাছে এসে থাকি না সেদিন
এটা সত্যি যে ভালবেসে ছিলাম
দুজনেই কাছে এসেছিলাম।
তারপর গেছে বেলা বহু
মলিন হয়নিতো তবু
সেই ভালবাসা -
কাছে আসা
আশা
আমি আজো ভালবাসি তোমায়
যেমন ভালবাসো আজো তুমি যে আমায়।
-------------------------------------------®
ফুলবাড়ীগেইট, খুলনা।
২৮.০৫.২০১৬