ক্রান্তিকাল
জাহিদ হোসেন রনজু
-----------------------------®
কিছুই এখন হিসেব মত চলছে না
যা বলার তা
কেউ তো মুখে বলছে না।
ঘড়িই শুধু সময় মেনে চলছে ঠিক
আর সকলই
চলছে হেঁটে উল্টো দিক।
পান্তাবুড়ির গল্প শুনে কাটছে দিন
ভাবছে সবাই
গল্প শুনেই শুধবে ঋণ।
ইতিহাসের গল্পগুলো এমন নয়
বসে বসে
কাল কাটেনি দুঃসময়।
-------------------------------
১৪ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা।
-------------------------------