কাছে এসো না- কষ্ট পাবে

জাহিদ হোসেন রনজু।
----------------------------------®

আমার কাছে এসো না- কষ্ট পাবে
দূরে থাকো, ভাল লাগবে, ভালবাসবে।

কাছে আসলে ঘর খুঁজবে
শোঁয়ার জন্য খাঁট খুঁজবে
খাওয়ার জন্য আসন খুঁজবে
হাঁটার জন্য উঠোন খুঁজবে।

কাছে আসলে
মানি ব্যাগে টাকা খুঁজবে
একটু আধটু বিকেল খুঁজবে
ঘুরতে চাইবে এথায় ওথায়
শপিংমলে যেতে চাইবে
রঙিন চুড়ি পড়তে চাইবে মেলায় যেয়ে
ভবিষতটা খুঁজে ফিরবে উদাস মনে

কাছে আসলে, ভালবাসলে এসব লাগে
আমি এসব কোথায় পাবো

কাছের মানুষটা আমি অন্য রকম।
চাল-চুলা বিহীন অন্য মানুষ।

তাই তো বলি দূরেই থাকো
ভাল লাগবে, ভালবাসবে।
কাছে এলে ভাল লাগবে না, কষ্ট পাবে
ভালবাসাটা হারিয়ে যাবে।
-------------------------------------
১০ মে ২০১৬,মিরপুর, ঢাকা