কাব্য ভূত
জাহিদ হোসেন রনজু
---------------------------------®
শুনছো রঞ্জুর বধু, যেয়ে শুনি হাটে
রঞ্জু নাকি কাব্য লিখে, ছন্দ মাত্রা ঘাটে।
ধরছে তারে কু'তে
কাব্য লেখার ভূতে
এতদিনে সংসারটা উঠে বুঝি লাটে।
-----------------------------------
১৮ জুলাই,২০১৮, মিরপুর, ঢাকা।