(কবি জে.আর এ্যাগ্নেস-এর 'প্রশ্ন' কবিতার মন্তব্যে লেখা কয়েকটি চরণ থেকেই এ কবিতার সৃষ্টি। তার কবিতার ভাব থেকেই এই কবিতার সৃষ্টি।  কবির প্রতি রইল সবিনয় কৃতজ্ঞতা )

কাব্য

জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®

রাস্তা ঘাটে চলতি পথে
অফিস, বাসায়,
মাথায় বসে নানানভাবে
আমায় নাচায়।

আমায় হাসায়, আমায় কাঁদায়
আমায় ভাসায়,
আমায় দিয়ে শব্দে গেঁথে
নিজকে সাজায়।

দিবস রাতি আলো আঁধার
সকল সময়
আমার মাথায় ঘুরে বেড়ায়
সেই মধুময়।

খাবার খাওয়া, কাজের কথা
দেয় ভুলিয়ে,
নিজের যত খায়েস শত
নেয় লিখিয়ে-

এমনভাবে এমন করে
আমায় সাজাও,
মাত্রা লয়ে বাক্য গেঁথে
আমায় বানাও ।

আজকে আমায় প্রেমের ডোরে
বাধো মায়ায়,
আজকে আমায় রাখো তুমি
আলো ছায়ায়।

আজকে না হয় শ্রাবণ জলে
আমায় ভিজাও,
আমার মাঝে দুঃখ এনে
প্রেমিক কাঁদাও।

আজকে আমি কান্না হবো
দুখি জনের,
আজকে আমি প্রিয়া হবো
কারো মনের।

না হয় আমায় পরাও তুমি
বিপ্লবী বেশ,
অসি হাতে লড়াই করে
বাঁচাই এদেশ।

এমনভাবে লিখবে আমায়
যেন 'বিবেক',
বোধ বিশ্বাসে বিধুক ত্রিশূল
আঘাত অনেক।

ফুল-পাখি-বন, পাহাড়-নদী
তরু ছায়ায়,
এসব দিয়ে আজকে তুমি
রাঙাও আমায়।

এমনতর কত আবদার
ঈহা শত,
আমায় দিয়ে নেয় মিটিয়ে
অবিরত।

কিলবিলিয়ে খলখলিয়ে
আটটি প্রহর,
কাব্য সদাই ছুটে বেড়ায়
মাথার ভিতর।
----------------------------
৪ জুলাই, কয়রা, খুলনা।