যতটুকু.....ততটুকু
জাহিদ হোসেন রনজু
-----------------------------®
যতটুকু কষ্ট পেলে অশ্রু-সিন্ধু হয়
যতটুকু শিলা বুকে হয় হিমালয়
যতটুকু ঘন মেঘে বৃষ্টি পড়ে ঝরে
যতটুকু আঁধি হলে জোছনাটা মরে...
ততটুকু কষ্ট নিয়ে কাটছে যে বেলা
ততটুকু শিলা বুকে সই অবহেলা
ততটুকু ঘন মেঘে মন আছে ঢাকা
ততটুকু আঁধি নিয়ে আলোহীন থাকা।
--------------------------------
৪ জুলাই, ২০১৮, কয়রা, খুলনা