জিনে নিবো

জাহিদ হোসেন রনজু
----------------------------®

আমি জিনে নিবো, সব কিছু সব
তোমার সরব, তোমার নিরব
মুহূর্ত সকল। আমি জিনে নিবো
তোমার নিকট, তোমার সুদূর
তোমার সকাল, তোমার দুপুর
সন্ধ্যা, রাত্রী,ভোর। আমি জিনে নিবো
তোমারই শান্তি, তোমার অশান্তি
তোমার সতেজ, তোমারই ক্লান্তি
সুখ, দুঃখ সব। আমি জিনে নিবো
তোমার রোদন, তোমারই হাসি
তোমার বেদনা, তোমারই খুশি
শোক,তাপ, গ্লানি। আমি জিনে নিবো
তোমার সময়, তব অসময়
তব ভাললাগা, বিষন্ন হৃদয়
আনন্দিত মন। সব জিনে নিবো
দেখো একদিন। সেদিন রোদসী,
জানবে তোমায় আমি ভালবাসি।
----------------------------------
২১ জুন, ২০ড়১৮, ফুলবাড়িগেট, খুলনা।