ঝরে জল নীপবনে

জাহিদ হোসেন রনজু
-------------------------------------------®

বাদলের    ডমরু বাজে
ঘন মেঘ    বাউরি সাজে
ঘুরে ঐ      নীল গগনে
ব্যথাতুর     বরিষণে।
যেন এক    রিক্ত বেশে
এলানো     কৃষ্ণ কেশে
ছুটিছে       প্রেম বিরহী
হয়ে সে     মেঘ আরোহী ।

কবে কো্ন্   মন সারথী
নিভিয়ে      প্রেম-আরতি
গেছে দূর    ছেড়ে তারে
তারই শোক আজ আষাঢ়ে
বাদলের     ঝুমুর সুরে
বাজিছে      অন্তঃপুরে।
নিয়তির     নিঠুর ফাঁদে
পড়ে সে     গুমরে কাঁদে।

আষাঢ়ের     বৃষ্টি নূপুর
বেজে যায়    ঝুমুরঝুমুর
সকরুণ       সুরে সুরে
শুনে তার     মন মকুরে
ভাসে যে.     অতীত স্মৃতি
কবেকার      লুপ্ত প্রীতি
কথা কয়      বাদল ধারায়
আনে দুখ     মনের পাড়ায়।

ঝরে জল      নীপবনে
ঘন ঘোর      এই লগনে।
--------------------------------------------
১৫ জুলাই ২০১৯, মিরপুর, ঢাকা