ঝরা ফুল

জাহিদ হোসেন রনজু
--------------------------------------®

জীবন নদে জোয়ার যখন
ময়ূরপঙ্খী নৌকা চলে,
তখন তুমি পাল উড়িয়ে
আমার নায়ে সওয়ার হলে।

দখিন সমীর খবর দিলো
এসে গেছে বসন্তকাল,
কোকিল কন্ঠে বললে হেসে
'বাসবো ভাল অনন্তকাল'।

জোয়ার জলের স্রোতের মতন
রক্ত কণা যায় যে ছুটে,
হৃদয় নামক কানন মাঝে
উঠলো প্রেমের গোলাপ ফুটে।

হাত বাড়াতেই গোলাপ ঝরে
যখন তরী নদীর তীরে,
যায় উড়ে যায় কোকিল দূরে
যায় না সাথে আমার নীড়ে।

ঝরা ফুলের পাপড়ি রেখে
স্মৃতির পাতার ভাজে ভাজে,
দিনগুলো সব কাটছে এখন
হৃদয় পোড়ার গন্ধ ঝাঁজে।

--------------------------------------
০৫ ফেব্রুয়ারি ২০১৯, মিরপুর, ঢাকা।