যাও চলে
জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®
পিছন থেকে শুনছি যেন ডাক তোমার।
ডেকো না আর।
যে জন ছিল সামনে আমার, সম্মুখে
পিছন থেকে সে কেন আজ ডাকছে ফের,
কোন মুখে।
সামনে থেকে সরে যেয়ে এই সেদিন
বাজিয়ে গেলে মনের মাঝে ব্যথার বীণ
আজকে কাছে আসতে কেন চাচ্ছো যে?
আজকে আবার নতুন করে ভাবছো যে?
ভেবো না আর।
শত ফুলের মধুর মেলা বসন্ত
কৃষ্ণচূড়া, পলাশ ফোটে অনন্ত
অনেক ফুলের হাতছানিতে যে হাঁটে
পথটা ফেলে নতুন পথে যে ছুটে
যাক না সে।
সামনে থেকে যেজন চলে যেতে পারে,
যায় চলে,
পিছন থেকে তার যাওয়া তো সহজ যে,
যাও চলে।।
---------------------------------------------
৯ মার্চ, ২০১৮, মিরপুর, ঢাকা।