জ্যান্ত গোর
জাহিদ হোসেন রনজু
--------------------------®
আয় রে তোরা কে কই আছিস
আয় রে খুলে ঘরের দোর,
পড়ছে ধরা দশ-বারোটা
খাদ্য চোরা চশমখোর।
কাঁদছে মানুষ অনাহারে
দেখছে চোখে আঁধার ঘোর,
ত্রাণের টাকা, ত্রাণের খাবার
লুটছে তাদের এসব চোর।
আয় রে কোদাল, শাবল নিয়ে
জলদি করে কবর খোঁড়,
সব চোরাদের এক সাথে দে
হাত-পা বেধে জ্যান্ত গোর।
-------------------------------
১৬ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা