জাগো নারী জাগো আজ
জাহিদ হোসেন রনজু
-------------------------®
জাগো নারী জাগো আজ
শুনো নাকো সে আওয়াজ
যা তোমায় টেনে ধরে পিছনে
যা তোমায় হেয় করে জীবনে।
বেধে রাখার মতবাদ
মিছে যত অপবাদ
পায়ে দলে হও তুমি আগুয়ান
হয়ে উঠো বিশ্বাসে বলিয়ান।
হয়ো নাকো সে রকম
সেজেগুঁজে মনোরম
টবে রাখা পুষ্প শতদল
হয়ো নাকো ভ্রমরের পরিমল।
যদি থাকে সদা ভয়
হৃদয়ে তব সংশয়
পাবে নাকো নিজেকে খুঁজে যে,
যত আছে অপমান
ভুলে ভরা যে বিধান
মেনে নিতে হবে চোখ বুঁজে যে।
হয়ে আলোর দিশারি
নিজে নিজের কান্ডারি
থেকো নাকো আর মুখাপেক্ষী
জ্ঞান গরিমা শিক্ষায়,
হয়ে বড় করো আয়
লাগবে না বাঁচাতে আর রক্ষী।।
জাগো নারী জাগো আজ
মানুষেরই পড়ো সাজ
হয়ে উঠো মানুষেরই একজন,
হয়ে উঠো সবিতা
কেটে যাবে ভীরুতা
ঘুঁচে যাবে অন্যায় আর নিপীড়ন।
----------------------------
৮ জুন, ২০১৮, মিরপুর, ঢাকা।