যদি আমায়

জাহিদ হোসেন রনজু
-----------------------®

একটুখানি
ভাল যদি
       আমায় বাসিস
ভালবেসে
একটুখানি
যদি আমার
        সাথে থাকিস
খুব সকালের
সূর্য এনে
তোর কপালে
               টিপ পড়াবো।
একটু যদি
ভালবেসে
          কথা বলিস
ভালবেসে
যদি আমার
একটুখানি
       কাছে আসিস
চৈতি রাতের
পূর্ণিমা চাঁদ
এনে আলোয়
                ঘর ভরাবো।

একটু যদি
হাতটি ধরিস
          কাছে আসি
চোখের পরে
চোখটি রেখে
বলিস যদি
          ভালোবাসি
আসবে নেমে
সুখের রাতি
আমার ক্ষুদ্র
                ছোট্ট নীড়ে।
একটু যদি
জড়ায় ধরিস
           ভালবেসে
সারা জীবন
থাকিস যদি
পাশে আমার
            অবশেষে
শীতলপাটির
স্নিগ্ধ মায়ায়
থাকবো আমি
               তোকে ঘিরে।

-----------------------------
১৮ আগস্ট ২০১৯, মিরপুর, ঢাকা