ইশশ্....

জাহিদ হোসেন রনজু।

-------------------------------------®

নারী,
তুমি যখন তোমার সামান্য একটি চুঁড়ি খোয়াবে
দশজন পুরুষ ছুটে আসবে সেটি খুঁজে দিতে।

তবে তোমার জন্য নয় নারী,
তার কাঙ্ক্ষিত সময়ের জন্য।

নারী,
যদি তোমার মাথায় গোঁজা শুকনো ফুলটি
ঝরে পড়ে হঠাৎ
দশটি পুরুষের মাথা ঠোকর খাবে একসাথে
সে মূল্যহীন ফুলটি তুলে দিতে যেয়ে।

সেটিও তোমার জন্য নয় নারী,
তার কাঙ্ক্ষিত সময়ের জন্য।

নারী
তুমি যদি লাঞ্চিত হও
যদি ধর্ষিতা হও কোন লম্পটের দ্বারা
হারিয়ে ফেল তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ।
তখন কিন্তু কোন পুরুষ ছুটে আসবে না এমন করে।

কারণ তার কাঙ্ক্ষিত সময়টাই কেড়ে নিয়ে গেছে অন্য কেউ।

নারী
তবে তুমি কান পাতলে শুনতে পাবে
দশজন পুরুষের বুকের গভীরের
হৃদয় বিদারক উচ্চারণ- ইশশ্.....

তবে এ ইশশ্ও তোমার জন্য নয় নারী,
এটি সেই কাঙ্ক্ষিত সময়ে উপস্থিত না থাকতে পারার আফসোসের ইশশ্।

ইশশ্...........।

-----------------------------------------
( ২৩ মার্চ, ২০১৬,মিরপুর, ঢাকা )