ইচ্ছে করে
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------®
আমার যেতে ইচ্ছে করে
দুষ্টু মিষ্টি মনের কাছে
আমার যেতে ইচ্ছে করে
লাজ রাঙা ঐ তোমার পাশে।
নানান রঙের স্বপ্ন বুনে
রঙিন ঘুড়ি উড়ছে যেথায়
মন পবনের নাওটি বেয়ে
ইচ্ছে করে যাই যে সেথায়।
ইচ্ছে করে হাতটি ধরি
যেথায় খুশি সেথায় ঘুরি
ইচ্ছে করে বসত গড়ি
তোমার মনে চুপটি করি।
ইচ্ছে করে তোমার সাথে
করি একটু লুটোপুটি
যেথায় খুশি ইচ্ছে মতন
করি দুজন ছুটোছুটি।
ইচ্ছে করে চোখটি বুঁজে
তোমায় একটু জড়ায় ধরি
একটুখানি সুখের খোঁজে
করি তোমার আদর চুরি।
ইচ্ছে করে সারা জীবন
থাকি তোমার পাশাপাশি
ইচ্ছে করে মনটি দিয়ে
শুধুই তোমায় ভালবাসি।
----------------------------------
( ০৯ মে, ২০১৬,মিরপুর, ঢাকা)