হিম চাদর
জাহিদ হোসেন রনজু
-------------------------®
দোদুল দুল
প্রেমের ফুল
আসলো সুখ
হাসলো মুখ।
কড়কড়কড়
মাথার 'পর
পড়লো বাজ
নিঃস্ব আজ।
নিভলো দীপ
ঝরলো নীপ
সূর্য তাপ
দেয় উত্তাপ।
যায় নিভে
আলোর মোম,
পুড়ায় মন
জ্বালায় হোম।
একটু ঝড়
ভাঙলো ঘর
উড়লো সব
সব নীরব।
নীরব কি?
ঐ দেখি
কষ্ট সব
হয় সরব।
যায় ধেয়ে
বুক বেয়ে
কষ্ট রে
খুব জোরে।
হৃৎকমল
অনুজ্জ্বল
হিম চাদর
ভয়ংকর।
---------------------------
১২ মে, ২০১৮, মিরপুর,ঢাকা।