""""""""
হেমন্তকাল
জাহিদ হোসেন রনজু
---------------------------------------®
শরৎকালের শুভ্র আমেজ
পিছে ফেলে দিয়ে,
হেমন্তকাল আসে যেন
শীতের আমেজ নিয়ে।
গ্রীষ্ম, বর্ষা, শীতটা যেমন
তীব্রভাবে ভাসে,
মৌন, ধূসর হেমন্তকাল
চুপিচুপি হাসে।
বৃক্ষ শাখের নরম-কচি
পাতার ফাঁকে ফাঁকে,
মিষ্টি রোদ আর সুনীল আকাশ
হাতছানিতে ডাকে।
অল্প অল্প শীতের পরশ
বুলায় দেহে আদর,
ভোর বেলাটা জড়ায় গায়ে
হেমন্তিকা চাদর।
বর্ষাকালের শেষের দিকে
আউশ আমন বোনা,
হেমন্তেরই প্রথম মাসে
সে ধান পেকে সোনা।
কাস্তে হাতে ব্যস্ত কৃষক
গোলা ভরে ধানে,
খুশির জোয়ার যায় যে বয়ে
সবার মনে প্রাণে।
নবান্নেরই উৎসবে রোজ
গ্রাম থাকে সব মুখর,
নতুন চালের ফিরনি পায়েস
গায়ে নতুন কাপড়।
অন্তর্মূখী হেমন্তকাল
অনুভবে যত,
বর্ণ, গন্ধ, অহংকার তার
দেখা যায় না তত।
-----------------------------------------
২২ আগস্ট,২০১৭, মিরপুর, ঢাকা।