হে নারী

জাহিদ হোসেন রনজু
---------------------------------------®

হে নারী, কান্না থামাও।
জীবনের পথে দৃপ্ত পা বাড়াও।
করুণায় নয়, কর্মের পথে চলো।
আমরাও মানুষ দৃঢ় দৃপ্ত কন্ঠে বলো।
দয়া নয়, তব ন্যায্য অধিকার নিয়ে
চলো সব হাতে হাত , কাঁধে কাঁধ মিলিয়ে।

হে নারী, কান্না থামাও।
জীবনের পথে আর একটি পা বাড়াও।

এ ধরণীর বধু-বোন-মেয়ে-জননী যারা আছো,
অন্ধকার বদ্ধ দুয়ার ভেঙ্গে সূর্যের সাথে হাসো।
অব্যক্ত শব্দে নয়, ভয়হীন সুতীব্র চিৎকারে,
নারী বিদ্বেষী সমাজটাকে পাঠাও গো-ভাগাড়ে।
লালসার জিহ্বা নাড়ে যে হায়েনার দল,
সংগঠিত হয়ে বলো- নই মোরা আজ হীন বল।
নয়নের জলে নয়, প্রতিবাদী হও, নিয়োজিত হও কাজে,
জাগো নারী, জাগো আজ সূর্যসম আপন মহিমা মাঝে।।

------------------------------------------
০৯ মে, ২০১৮, মিরপুর, ঢাকা।