হে গন্ধব! নিষিদ্ধ আপেল।
জাহিদ হোসেন রনজু।
----------------------------------------------®
কোন কোন রাত আসে ঝড়ের মতন।
কাল বৈশাখি ঝড়ের মত, উল্কার মত ছুটে।
সুনামির মত প্রচন্ড দাপটে ছিন্ন ভিন্ন করে দেয়-
বোধ,
বিশ্বাস,
বিবেক।
কিছুই থাকে না---কিছুই---
জ্যোৎস্নাময় অন্ধকার রাত্রীর সুতীব্র আলিঙ্গন ছাড়া।
তেমনি এক রাত্রী দেখেছি আমি।
অনেক দিনের চেনা আমি--অচেনা সেদিন।
টুকরো টুকরো হয়ে
তুলোর মত উড়ে গিয়েছিল
অহংকার,
ন্যায় অন্যায়ের নিক্তিটা---আমার।
হে গন্ধব! নিষিদ্ধ আপেল। তুমি ছিলে সেদিন।
----------------------------------------------
( ০৯.০৩.২০১৬, ঢাকা )