হাতে রইল

জাহিদ হোসেন রনজু
---------------------®

দুই গুণ দুই সমান চার
চার গুণ দুই সমান আট

নামতা মনে হয়?
তা নয়

দুটি মোবাইল, চারটি সিম
দিন ও রাত - দুই 'শিফট'
আটজন ; প্রেমিক অথবা প্রেমিকা

কমপক্ষে....

বিশ্বাস হচ্ছে না?

রোদসী হাসে....রাশেদও

বায়বীয় প্রেম....ইমু, ওয়াটস আপ, ম্যাসেঞ্জারে

বাদ ছয় ; ক্ষণস্থায়ী; 'টাইম পাস'

হাতে রইল কয়?
- দুই।
(বিকল্প একটা)

------------------------------------------
১০ মার্চ ২০১৯, মিরপুর, ঢাকা।