ট্রায়োলেট- ২
হাসো যখন
জাহিদ হোসেন রনজু
--------------------------®
হাসো যখন তুমি মিষ্টি করে
মন আকাশে চন্দ্র উঠে হেসে
দুঃখগুলো যায় যে দূরে সরে
হাসো যখন তুমি মিষ্টি করে।
আশাগুলো তখন অকাতরে
ফিরে মনে আবার ভালবেসে
হাসো যখন তুমি মিষ্টি করে
মন আকাশে চন্দ্র উঠে হেসে।
-----------------------------
৫ নভেম্বর২০১৮, মিরপুর, ঢাকা।