হাসলে তুমি, কাঁদলে তুমি
জাহিদ হোসেন রনজু
------------------------------------®
হাসলে তুমি
সব যে ঝলোমলো
কাঁদলে তুমি
সব হয় এলোমেলো।
হাসলে তুমি
বৃষ্টি মধুর প্রহর।
কাঁদলে তুমি
বৃষ্টি নামে অঝোর।
হাসলে তুমি
রাত্রি জোছনা আলো।
কাঁদলে তুমি
রাত্রি আঁধার কালো।
হাসলে তুমি
গোলাপ ফুটে মনে।
কাঁদলে তুমি
গোলাপ ঝরে বনে।
হাসলে তুমি
মনটা ভরে সুখে,
কাঁদলে তুমি
মনটা মরে দুখে।
হাসলে তুমি
প্রেমে ভরা জীবন,
কাঁদলে তুমি
জীবন তো নয় দহন।
---------------------------------------
১৪ নভেম্বর, ২০১৭, ফুলবাড়িগেইট, খুলনা।