হারিয়ে গেছে
জাহিদ হোসেন রনজু।
-----------------------------------®

আপন মনে যাচ্ছে ভেবে
মনে মনে অনুভবে
বলছে শুধু মাঝে মাঝে
একটু কেঁশে-
হারিয়ে গেছে
পাচ্ছি না যে।

চারিদিকে তার কি ঘটছে
কিছুই তার দেখছে না সে
বিড়বিড় বিড় শুধু করে
এথায় ওথায় ঘুরে মরে।
মাঝে মাঝে বলে উঠে
অল্প একটু শব্দ ফুটে-
হারিয়ে গেছে
পাচ্ছি না যে।

কি হারিয়েছো কোথায় কখন?
সুধাই যদি তাকে তখন
বলে না সে
শুধুই খুঁজে
মাঝে মাঝে চোখটি বুঁজে
কি জানি কি হিসেব কষে।

হঠাৎ একদিন সে মানুষটি
বললো শেষে
একটু কেঁশে-
জানতে চাও হারিয়েছি কি
কাকে আমি সদাই খুঁজি?
তবে শোনো-
খুঁজছি আমার ছোট বেলা
জীবনের সেই মধুর মেলা।

তখন আমি
দিবাযামী
মায়ের ছায়ায় ঘুরে বেড়াই
সারাক্ষণই আদর কুড়াই।
যখন যা চাই
তাই পেয়ে যাই।
যা খুশি তাই করে যেতাম
মায়ায় মাখা শাস্তি নিতাম।

জীবন ছিল সহজ কত
ছিলো না তো জটিল এত-
যোগ-বিয়োগের হিসেব মেলাও
একে হাসাও, ওকে কাঁদাও।

আবার খুঁজে সেই আমিকে
পালাতে চাই এ জীবন থেকে।

তাই তো শুধু যাচ্ছি খুঁজে
পাচ্ছি না যে।
----------------------------------
( ১৯.০৫.২০১৬,ঢাকা )