"""""""""""
হামবড়া
জাহিদ হোসেন রনজু
-------------------------------------®
জানাতে তিনি বেশ
বুদ্ধিতে পাকা কেশ
বইটই পড়া
ভাব হামবড়া।
যে টুকুই জানা তার
জানাতে বারে বার
ফরফর করা
ভাব হামবড়া।
আর সবে জানে কম
ভাবনা এরকম
বুদ্ধির ঘড়া
ভাব হামবড়া।
এলে কেউ কাছে তাই
ভুল ধরে চাই-ই চাই
বিদ্রূপ করা
ভাব হামবড়া।
আশপাশে এরকম
যা পাবে তা নয় কম
ভাব বেশ চড়া
ভাব হামবড়া।
----------------------------------------
০১ আগষ্ট২০১৭, মিরপুর, ঢাকা