'হাইকু'- (নিজ বুঝ)
জাহিদ হোসেন রনজু
----------------------®
(২১)
করো রে তাড়া
দুর্নীতিবাজদের,
(আমাকে ছাড়া)
(২২)
ভাল সে কাজ
অসহায়কে দান,
(নিজে নারাজ)
(২৩)
কর্ম গর্হিত
ঘুষ দেয়া ও নেয়া,
(নিজে ব্যতীত)
(২৪)
করো না হেয়
বড় ভেবে নিজেকে,
(আমি অজেয়)
(২৫)
দিবে বিলিয়ে
দেশের জন্য প্রাণ,
(আমি পালিয়ে)
-----------------------------
১ আগস্ট, ২০১৮, মিরপুর,ঢাকা।