লিমেরিক (একের ভিতর পাঁচ)
জ্ঞানীর আকাল
জাহিদ হোসেন রনজু
-------------------------------------®
'জ্ঞানী ব্যক্তি শূন্য দেশ, দেশ মরো মরো'
কে বলছে? কে বলছে? তাকে যেয়ে ধরো।
থাকে কোন্ অজানায়?
জানে না সে চা-খানায়
শত শত জ্ঞানী লোক হয় রোজ জড়ো।
অর্থনীতি, রাজনীতি, দেশ, সরকার
সমাজ, বিজ্ঞান, ধর্ম, রোগ সমাচার
সব বিষয়ে পণ্ডিত
হয় সেথা উপস্থিত
চাখানা নয়তো যেন জ্ঞানীর খামার।
অলস সময় কাটে, কাপে উঠে ঝড়
চা পানের সাথে চলে কথা কড়কড়।
অসুখে কী পথ্য নিবে
টাকা ছাড়া বলে দিবে
যদিও অসুখে তিনি নিজেই জর্জর।
এভাবে কী দেশ চলে? ব্যর্থ সরকার
কীভাবে চালাতে হবে করে চিৎকার।
পারলে এখনি নামে
দেশ উদ্ধারের কামে
পারে না চলে না বলে নিজ সংসার।
এরকম শত শত বিষয়-আশয়
চা-খানাকে প্রতিদিন করে আলোময়।
বিদগ্ধ পণ্ডিত জন
চা'খানায় অগণন
জ্ঞানীর আকাল দেশে! এ বড় বিস্ময়।
---------------------------------------
২৮ নভেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা।