গ্রীষ্মের দুপুর

জাহিদ হোসেন রনজু
------------------------------®

রৌদ্র চড়া
পাগল করা
গরম,
উদাম গায়ে
ফেলে বায়ে
শরম
বসে বসে
গায়ের রসে
ঘামাই,
গরম তাপে
ভ্যাপসা ভাপে
'দাপাই'।
মাথার পরে
পাখা ঘোরে
'হুদাই',
হয় না কাজটা
যতোই 'ফ্যান'টা
ঘুরাই।
দাবাদাহে
প্রাণটা চাহে
পালাই
শান্তি পেতে
মাদুর পেতে
'জিরাই'।
-----------------------------------------
১১ মে, ২০১৮, মিরপুর, ঢাকা।

বিদ্রঃ দাপাই>দাপানো
         হুদাই>শুধু, শুধু
         জিরাই>জিরানো