গরমিল
জাহিদ হোসেন রনজু
-------------------------------------------®
গরমিলটা এখানেই-
আমি তোমাকে খুঁজে ফিরি
আর তুমি
জ্যোৎস্না প্লাবিত আকাশে চাঁদ খুঁজে ফিরো
মালা গেঁথে তোমাকে দিবো বলে আমি বকুল ফুল কুড়াই
আর তুমি
গোলাপের অপেক্ষায় থাকো
তোমাকে নিয়ে ঘুরবো বলে আমি 'রিক্সা' খুঁজে ফিরি
আর তুমি
'মার্সিডিসের' প্রত্যাশায় স্বপ্ন বুনে চলো
রোদসী, গরমিলটা এখানেই
---------------------------------------------
১১ মে, ২০১৮, মিরপুর, ঢাকা।