গন্তব্য কোথায়

জাহিদ হোসেন রনজু
------------------------®

দেখছি, শুনছি, ভাবছি রোজ
চলছি কোথায় করছি খোঁজ।

চর্বিতচর্বণ বারংবার
হুমকি, ধমকি আর হুঙ্কার।

যার যার স্বার্থে আপসহীন
মিছিল, ঘেরাও বল্গা বিহীন।

সামান্য 'লজিক', অধিক জোশ
ঝাঁঝালো গলায় ঝাড়ছে রোষ।

আইন, কানন গোল্লায় আজ
এখন দেশটা হুমকির রাজ।

দেখছি, শুনছি, ভাবছি রোজ
দেশের আগামী করছি খোঁজ।

-------------------------------
২০ ডিসেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা