গণতন্ত্র

জাহিদ হোসেন রনজু
------------------------------®

চলছে বেজায় হট্টগোল
বলছে কেহ নাই,
কেহ বলছে আছে তো বেশ
ছড়াচ্ছে রৌশনাই।

খুঁজছে কেহ হন্য হয়ে
কোথাও নাকি নাই,
তবু নাকি তার প্রয়োজন
চাই-ই তাকে চাই।

কেউ বলছে ঠিকই আছে
কোথায় সে যাবে,
আপন স্বার্থে খুঁজলে তাকে
কি করে পাবে?

কেউবা বলে মিথ্যে এসব
সব জারিজুরি,
নাম ভাঙ্গিয়ে  চলছে শুধু
আজ বাহাদুরি।

হারায় গেছে? নাকি আছে?
কেউ কি জানে তা?
দেশের মাঝেই আছে নাকি
সে আজ লাপাত্তা?

--------------------------------
২ নভেম্বর ২০১৮, মিরপুর, ঢাকা।