গোলাপের মূল্য
জাহিদ হোসেন রনজু
-----------------------------®
সকাল বেলা
যখন আমি
গোলাপ কিনি
মূল্য ছিল
দশটি টাকা ।
আমার হাতে
সারা দুপুর
ছিল যখন
গোলাপখানি
মূল্য ছাড়া ।
সেই সে গোলাপ
তোমার হাতে
এখন যখন,
মূল্য সেটার
আকাশ ছোঁয়া।
--------------------------------
২৬ ফেব্রুয়ারি ২০১৯, কয়রা, খুলনা