"""""""""
গানের পাখি
জাহিদ হোসেন রনজু
--------------------------------------------®

শরৎকালের নীলাকাশে
মেঘের ভেলা ভাসে
চাঁদের আকাশ ফুটফুটে রাত
জ্যোৎস্না বাঁশের ঝাড়ে
শিশির ভেজা দূর্বা ঘাসে
রৌদ্র উঠে হেসে
শিউলি ঝরে গাছের তলায়
শুভ্র চাদর মেলে
এমন দিনে খুঁজি যারে
পথের বাঁকে বাঁকে
গানের পাখি মনের সাথী
পাই না খুঁজে তারে।

ঠান্ডা বাতাস কনকনে শীত
নকশীকাঁথা গায়ে
খেজুর পাটি, মোড়ায় বসে
জবুথবু ভাবে
উজাড় করি রসের হাঁড়ি
মিষ্টি স্বাদে খাসা
খেজুর গুড়ের মন মাতানো
পায়েস পিঠে ভাজা
এমন দিনে শীতের রাতে
খুঁজে বেড়াই যাকে
গানের পাখি মনের সাথী
পাই না খুঁজে তারে।

বর্ষা মুখর বাদল দিনে
বৃষ্টি ঝরে তালে
ঘরের চালে ঝমঝমাঝম
শব্দ মধুর বাজে
গাছের ডালে কদম কেয়া
মিষ্টি হেসে ফোটে
মন ছুটে যায় অতীত দিনে
স্মৃতির উজান স্রোতে
এমন দিনে খুঁজি যাকে
বাসতে ভাল পাশে
গানের পাখি মনের সাথী
পাই না খুঁজে তারে।

বিষন্নতার চৈতি হাওয়ায়
হৃদয় যখন উদাস
মন পবনের ময়ূরপঙ্খী
পাল তুলে দেয় হাওয়ায়
দুঃখ গুলো গনগনে লাল
অগ্নি শিখা জ্বালে
স্মৃতির পাতার দৃশ্য সবই
চোখের জলে ভাসে
এমন দিনে মন জুড়াতে
খুঁজে ফিরি যাকে
গানের পাখি মনের সাথী
পাই না খুঁজে তারে।
---------------------------------------------
০৯ আগস্ট ২০১৭, জৈনা বাজার, গাজীপুর।