ফুরসুত
জাহিদ হোসেন রনজু
--------------------------------------®
'আজে বাজে কি লিখিস' -তেড়ে এলো যমদূত
'নিবো তোর প্রাণটাই, মরে তুই হবি ভূত।'
ভয় পেয়ে চমকাই
তাড়াতাড়ি বলি-'ভাই
কান মলি আর নয়, দে বাঁচার ফুরসুত।'
---------------------------------------
১৭ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা।