ফুরিয়ে যাবার আগে

জাহিদ হোসেন রনজু
-------------------------------®

দুপুরের উঠোন পেরিয়ে বিষণ্ণ রবি
বিকালের উপত্যকায়
রক্তিম আলোর চাদর বিছাতে ব্যস্ত

তেমন খরতাপ নেই যে
তোমাকে পুড়িয়ে মারবো
এমন নয় আবার
একেবারে নির্বাপিত প্রদীপ

অষ্ট প্রহরের দু'একটি প্রহর এখনও বাকী

তাই বিনিময় মূল্যে
একটি লাল গোলাপ কিনে হাতে নিলাম

তোমাকে একা পেলে,
এবার সাহসী হবো......
ত্রিশ বছর আগে যেটা হতে পারিনি আমি।

------------------------------------
৯ অক্টোবর ২০১৮, মিরপুর, ঢাকা।