খেঁকশিয়াল

জাহিদ হোসেন রনজু
-----------------------------------®

খেঁকশিয়ালের লেজে আগুন
চিল্লায়, চিল্লায়
পেল্লায় চিল্লায়.....

অন্ধকার রাত্রি আরো গভীর হয়

লঙ্কা পোড়ানোর অভিসন্ধি প্রদীপে
আগুন জ্বালাতে আজ
সমবেত হাজার লেবাসধারী দুমুখো সাপ

যে পুষ্পমাল্য ছিল উপহার গতকাল
আজ সযতনে রক্ষিত
দিতে মৃত্যু কফিনে সে পুষ্পমাল্য আবার

খেঁকশিয়ালের কাছে
হালাল-হারাম বলে কিছু নাই
মুরগী চাই

হলে অপারগ.....  মৃত্যু চাই

----------------------------------
২২ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা।