ফিরে দেখা, খুঁজে ফেরা

জাহিদ হোসেন রনজু
------------------------------------

দরজায় খুট খুট শব্দ।
কে অবেলায় ?-'কে?'
দ্বারের ওপাড় থেকে শব্দ আসে - 'আমি'।
হৃদয়তন্ত্রী আনন্দে,
সুখে কেঁপে উঠে
মনের গহীন থেকে বের হয়-'মামী?'

বহুদিন দেখা নাই,
শুনা নাই কণ্ঠ
তবু চিনে ফেলা কে সে, না দেখেই তাকে।
তারপর সেই চিৎকার-
'মা মামী এসেছে'।
বাসা প্রকম্পিত হয়, নাড়িছেঁড়া ডাকে।

অথবা 'খালা এসেছে',
'মা ফুফু এসেছে'-
বলেই দে ছুট আগে কে খুলবে দ্বার।
আনন্দের ঝর্ণা যেন
দুর্বার গতিতে
ছুটে যেতো পেতে তাকে হতে একাকার।

অদেখা 'আমি'; সবাই
তবু এর মাঝে
কণ্ঠস্বরে চিনে নেয়া, বহুদিন পরে
নয় সহজ ব্যাপার।
বরঞ্চ কঠিন
শুদ্ধ ভালবাসা যদি না থাকে অন্তরে।।

এমনই করে আগে,
তিথি না মেনেই
চলে আসতো 'অতিথি' হুটহাট করে।
যাওয়া উচিত কিনা?
কী ভাববে গেলে?
উদয় হয়নি প্রশ্ন কখনো অন্তরে।

সেদিন তাইতো গৃহে
অতিথিরা এলে
শুধু অন্ন ভোজনে না, আসতো যে নিয়ে
একরাশ মধুময়
খুশীর হাওয়া
ভরে দিতো গৃহ সুখে হৃদয় বিলিয়ে।

এখন আর তো নেই
সেদিনের মত
আচানক ছুটে আসা, সেই ভালবাসা।
মোবাইল ফোন আছে,
প্রতিদিন কথা
তবু যেন প্রাণ নেই, সব ভাসা ভাসা।

আজ সভ্যতার চাপে
জীবন যাপনে
কৃত্রিমতা, যান্ত্রিকতা। মানুষের মন
কোথায় কখন জানি
চাপা পড়ে গেছে
হারিয়েছে ভালবাসা, শুধু বিজ্ঞাপন।

সময় নেই এখন,
শুধু ছুটে চলা
অন্যের খবর রাখা সেখানে দুরাশা।
নিজ মনই অধরা,
নানা প্রলোভনে
নিজেকে বিকিয়ে শুধু সুউচ্চ প্রত্যাশা।

সেখানে আপন জন
কোথা থেকে আসে
যেখানে ক্রমশ আমি  হয়ে পড়ি একা?
যদি নাহি প্রয়োজন,
কেহ নয় জ্ঞাতি
পেতে চাই শুধু নিজ সুখের অলকা।

'পার্টি, 'গেট টুগেদার,
স্বার্থ বিনিময়
প্রাচুর্য, ঐশ্বর্য আজি আকাশে বাতাসে
আছে গতির আনন্দ
এখন জীবনে
মনের খোরাক ছাড়া আর সব আছে।

পারি না ফিরে পেতে কি
সে পূর্ণিমা আলো
ভালবাসায় মোড়ানো আত্মার বন্ধন?
পারি না, না বলে ফের
হই হই করে
বাড়িতে ঢুকে পড়তে যেজন আপন?

বাড়ির দরজা আজো
তালা নেই খোলা
শুধু হারিয়েছি চাবি মন দরজার
আত্মকেন্দ্রিকতা ভুলে
সে জংধরা মনের
যেভাবেই হবে তালা খুলতে আবার।

একবার খুলে গেলে
মনের কপাট
দেখো ঠিক ফিরে পাবো আগের ভুবন
আবার আসবে ফিরে
ভালবাসা নীড়ে
পাবো ফিরে সে জীবন আগের মতন।

---------------------------------
৩১ জুলাই,২০১৮, মিরপুর, ঢাকা