ফিনিক্স পাখি

জাহিদ হোসেন রনজু
-----------------------------®

ফিনিক্স পাখির মত বেঁচে উঠে মৃত
নক্ষত্ররা বারবার- অতীত অমৃত
জীবনের ভালবাসা জ্বলজ্বল করে
জমে থাকা বহুকাল হিমাদ্রি শিখরে
শুভ্রতুষারকিরীট বেদনা সলিলে।
আমি যতবার ভুলি, হৃদয় মঞ্জিলে
নীরজ স্মৃতিরা উঠে ততবার জ্বলে
রিক্ত মৃগতৃষ্ণিকার বিম্বিত অনলে।

যতদিন বেঁচে রবো ধরিত্রীর নীড়ে
দমটুকু বুকে নিয়ে জীবনের ভীড়ে
জানি বারবার হবে ফিনিক্স পাখির
অভিঘাতে বেদনার্ত হৃদয় মন্দির।
এভাবেই স্মৃতি সব জ্বলবে তোমার
এভাবেই পুঁড়ে বাঁচা নিয়তি আমার।

------------------------------
১৬ জুলাই, কয়রা, খুলনা।

(নীরজ --> পরাগহীন
মৃগতৃষ্ণিকার --> মরীচিকার
বিম্বিত --> প্রতিফলিত)