ফেসবুক
জাহিদ হোসেন রনজু।
------------------------------------®
এই সেই সুবিশাল ময়দান,
যেখানে মিলেছে বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান,
জৈন, পার্সি, কনফুসিয়, পৈত্তলিক
শিখ, ইহুদী, বাহাই, কাপালিক।
গির্জার ঘন্টা, মসজিদের আযান, মন্দিরের উলু ধ্বনি,
সেখানে আজিকে সমানভাবে উঠেছে রণি।
মক্কা, মদিনা, গুরুদুয়ার,গয়া, কাশি
এ স্থানে আজিকে থাকে সব পাশাপাশি।
বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, আল কুরআন
গ্রন্থ সাহেব, তাওরাত,ইন্জিল, সুমহান।
সকল গ্রন্থের অমর অমিয় বানী
ছড়ায়ছে সুধা, ভরে থাকে এই মাঠ খানি।
এই সেই স্থান
যেখানে এসে দূর হয়ে গেছে ব্যবধান-
নারী,পুরুষ,কিশোর,কিশোরী, বৃদ্ধ,বৃদ্ধা
সবাই এখানে পড়েছে সমান বাধা।
নাই ভেদাভেদ, উচু আর নিচু
ধনী আর গরীব, আগু আর পিছু
সবার এখানে সম বিচরণ
সমভাবে করে সুখ আহরণ
দুঃখ,বেদনা, জীবনের গ্লানি, অপমান
প্রেম ভালবাসা জীবনের জয় গান
রচিছে সকলে যার যা মন চায়
মনের হরষে এখানে সকলে নিজেকে হারায়।
কত জ্ঞানী গুণি,কত কবি মহাজন
অজ্ঞ জনেরে করে নেয় আপন
জানা শোনা নেই তবু ভালবাসে
হৃদয় দিয়ে হৃদয় পরশে
খুঁজিতে চাহে না কে নবী কে চন্ডাল
সময়ের সাথে সময় বাধিয়া রচিতেছে মহাকাল।
এখানে এই তটে বিরোধ নিয়েও পাশাপাশি চলে
নারী বিদ্বেষী আর যারা প্রগতির কথা বলে।
যেখানেই যখন ঘটে অন্যায় বিবাদ
এখানেই হয় তার প্রথম যে প্রতিবাদ।
অসুর বিনাশে সুরেরা দল বাধে
বিবেক আসিয়া হাত রাখে কাধে।
বিশ্ব মানব মিলে এর ময়দানে
মিলন মেলা গড়ে উঠে এইখানে।
ধর্ম, রাজনীতি, সমাজ, অর্থনীতি,
বিশ্বাস, মিথ্, সামাজিক রীতিনীতি,
সব এখানে ঘুরে ফিরে আসে
কেউ ঠেলে দেয়, কেউ টানে কাছে
চলে চালাচালি কথা ফাটাফাটি
বুদ্ধির সাথে বুদ্ধি কাটাকাটি।
দেয় যেন সবে বিবেকের ভোট
মন্দ-মন্দ, ভাল আর ভাল বেধে জোট।
এখানেই পাবে তুমি এইখানে
প্রজাপতি মন এই ময়দানে
খুঁজে ফিরে সাথী এ ডালে ও ডালে
ভালবেসে বাধে মন যদি যায় মিলে।
বিরহের পাখি ডানা মেলে ঘুরে
দূঃখ ঘুচাতে এ দুয়ার ও দ্বারে।
যে কথা বলা যায় নাকো কারো কাছে
এখানেই তাহা বলে যায় সহজে।
অপরের থেকে রস নির্যাস কেড়ে
আপনারে ভেঙ্গে আপনারে গড়ে
নিত্য নতুন নবরূপে সাজে
অপরের ব্যথা হৃদয়েতে খুঁজে
নিজেকে করে মহান
এই সেই ফেসবুক, সে মহাস্থান।।
---------------------------------------
( ২২ মার্চ, ২০১৬, মিরপুর, ঢাকা )